ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন ঘনিষ্ঠ শান্তনু

0
3

ভুয়ো ভ্যাক্সিনেশন শিবির কাণ্ডের তদন্তে নেমে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। তদন্ত যত এগোচ্ছে, বেরিয়ে আসছে ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার দেবাঞ্জনের ঘনিষ্ঠ বন্ধু শান্তনু মান্নাকেও গ্রেফতার করল পুলিশ। দেবাঞ্জনের সঙ্গেই শান্তনুও কসবার ওই ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে।

কসবায় ভুয়ো টিকা শিবিরের তদন্তে ধৃত দেবাঞ্জন দেবকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে প্রায় ২৫ লক্ষ টাকা নিজের পকেট থেকেই খরচ করে ১ বছর ধরে প্রতারণার জাল ছড়িয়েছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব। করোনার সংক্রমণ শুরু হওয়ার শুরুতেই পিপিই, মাস্কের ব্যবসা করবে বলে ঠিক করলেও ধীরে ধীরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে একের পর এক ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করতে থাকে।  অভিযোগ, পুর অফিসার পরিচয়েই মেহতা বিল্ডিং থেকে ইঞ্জেকশন কেনে অভিযুক্ত।  স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণা করা হয়। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে তৈরি করে জাল লেবেল।

এছাড়াও জানা গিয়েছে নীল বাতি লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন দেবাঞ্জন। সেই গাড়িটি ছিল ভাড়ায় নেওয়া। মাস গেলে গুনতে হত মোটা টাকার গাড়িভাড়া। সেটাও দেবাঞ্জন দিতেন। সবসময় থাকত নিরাপত্তারক্ষী। তাদের মাইনেও দিতেন প্রচুর টাকা। মানুষের সঙ্গে মেলামেশা তৈরি করতে নিজে থেকেই উদ্যোগ নিতেন দেবাঞ্জন। নিজেকে পরিচয় দিতেন আইএএস অফিসার বলে আবার কখনও নিজেকে দাবি করতেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসাবে। বিলাসবহুল জীবনযাপন কাটাতেন দেবাঞ্জন।

আরও পড়ুন- কঠিন পরিস্থিতিতে উত্তরাধিকার নির্বাচন গুরুত্বপূর্ণ, সিআইআই-আইডব্লিউএন-র অনুষ্ঠানে মিলল পরামর্শ