‘সেই কালো দিন ভোলার নয়’, এমার্জেন্সির ৪৬ তম বর্ষে মোদি-শাহের নিশানায় কংগ্রেস

0
2

১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi) আজকের দিনে দেশজুড়ে জারি করেছিলেন জরুরি অবস্থা(emergency)। শুক্রবার এমার্জেন্সির ৪৬ তম বর্ষে ফের টুইট করে কংগ্রেসকে নিশানায় নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একই সঙ্গে জাতীয় কংগ্রেসকে তোপ দাগতে ছাড়লেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

শুক্রবার এক টুইটে এমার্জেন্সির সেই অতীত দিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘এই ভাবেই কংগ্রেস গণতন্ত্রকে পদদলিত করেছিল। এমার্জেন্সিকে রুখে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন যাঁরা, সেই মহান ব্যক্তিদের স্মরণ করছি।’ পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘১৯৭৫ থেকে ১৯৭৭ সালের ওই কালো সময়টা ভোলার নয়। একের পর এক প্রতিষ্ঠানের ধ্বংসের সাক্ষী। আসুন, সবাই মিলে গণতন্ত্রকে আরও মজবুত করি।’

 

প্রধানমন্ত্রী পাশাপাশি কংগ্রেসকে নিশানায় নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে রীতিমতো তোপ দেগে তিনি লেখেন, ‘১৯৭৫ সালে আজকের দিনেই কংগ্রেস ক্ষমতার স্বার্থে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের হত্যা করা হয়েছিল। অসংখ্য সত্যাগ্রহীকে রাতারাতি জেলে ভরা হয়েছিল। নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।’