ভক্তদের দীর্ঘদিনের দাবি মতো ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মাহেশকে (Mahesh) পর্যটন মানচিত্র তুলে ধরা হবে। সেইমতো কাজ শুরু চলছে দ্রুতগতিতে। ইতিমধ্যই মাহেশের জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ প্রায় শেষের পথে। মূল মন্দির ছাড়াও নাটমন্দির, ভোগের ঘর, প্রসাদ গ্রহণের ঘর এবং এই মন্দির সংলগ্ন অন্যান্য দেবদেবীদের মন্দির সংস্কার শেষ হয়েছে।
শুক্রবার, সকালে পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন পুরো কর্মকাণ্ড খতিয়ে দেখে যান। গোটা মন্দির চত্বর সরজমিনে দেখে বৈঠক করেন মন্দির কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে।
পরে জানান, মূল সংস্কারের কাজ প্রায় ১০০ শতাংশ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। ১২ জুলাই রথযাত্রায় নবরূপে সাজা এই ঐতিহাসিক জগন্নাথ মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।
আরও পড়ুন-আগামী বছর নৌসেনায় যোগ দেবে দেশের তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’
মন্দির সংলগ্ন জিটি রোডে (Gt Road) উপর সুদৃশ্য তোরণের কাজও শেষের পথে। এর সঙ্গে সঙ্গে দেড় কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির সেটারও সংস্কারের কাজ চলছে । মাহেশে গঙ্গাতীরে জগন্নাথ ঘাটেও একটি মনোরম পার্কের কাজ প্রায় শেষের পথে। জিটি রোডের দুধারে নানা ধরনের সৌন্দর্যায়নের কাজ দ্রুত শুরু হবে।









































































































































