কসবায় (Kasba) ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে (Fake Vaccine Camp) তোলপাড় গোটা রাজ্য। লেগেছে রাজনীতির রঙ। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে এবার সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছে বিজেপি (BJP)।
অন্যদিকে, ভুয়ো IAS. ভুয়ো ভ্যাকসিন। ভুয়ো ক্যাম্প। এহেন ভুয়ো দেবাঞ্জন দেব কাণ্ডের পর সতর্ক প্রশাসন, সতর্ক পুলিশ। এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। আজ, শুক্রবার নবান্ন (Nabanna) থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট বার্তা প্রশাসনের, এখন থেকে অনুমতি ছাড়া কোনও সরকারি বা বেসরকারি বা NGO সংস্থা করোনা ভ্যাকনিসেশন ক্যাম্প করতে পারবে না। এমনকী, যাদের ইতিমধ্যেই ভ্যাকসিনেশন ক্যাম্পের অনুমতি দেওয়া হয়েছে, তাদেরও জেলাশাসক বা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়ে ক্যাম্প করতে হবে।
আরও পড়ুন- এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে