ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ। এইনিয়ে পরপর তিনদিন করোনার দৈনিক সংক্রমণ ৫০ হাজারের উপরই থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ ৫১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। এনিয়ে দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০ জন।
তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু না কমলেও সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশ কমছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন।দেশে আক্রান্তের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র (৯,৮৪৪)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কেরল (১২,০৭৮) এবং তামিলনাড়ু (৬,১৬২) তারপরেই রয়েছে, অন্ধ্রপ্রদেশ (৪,৯৮১), কর্নাটক (৩,৯৭৯) এবং ওড়িশা (৩,৬৫০)। উল্লেখযোগ্যভাবে অসম ও মিজোরামেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি রয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.