ইউরো কাপের ( euro cup) খেলা দেখতে গিয়ে করোনায় (corona) আক্রান্ত হলেন বিভিন্ন দেশের ফুটবল সমর্থকেরা। জানা গিয়েছে ফিনল্যান্ড( finland), ডেনমার্ক( Denmark), রাশিয়ায়( Russia) বেশ কিছু সমর্থক করোনায় আক্রান্ত হয়েছেন। আবার ডেনমার্কের তিন জন সমর্থক করোনার ডেল্টা প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
রাশিয়ায় ইউরো কাপের খেলা দেখতে গিয়েছিল ফিনল্যান্ডের সমর্থকেরা। তারা দেশে ফিরতেই ফিনল্যান্ডের করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে বলে জানিয়েছে সেই দেশের স্বাস্থ্য দফতর। ফিনল্যান্ডের এক চিকিৎসক বলেন,”খেলা দেখতে গিয়েছিলেন এঁরা। ভাল ভাবেই সেখানে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ওঁরা নিজেদের মধ্যেই আদান প্রদান করেছেন, তবে ভাইরাস তো ছড়িয়েছেই।”
২২ জুন বেলজিয়ামের বিরুদ্ধে খেলা ছিল ফিনল্যান্ডের। সেই দিন ১৫টি বাস রাশিয়া গিয়েছিল। সেই বাসে থাকা বেশির ভাগ মানুষই করোনা আক্রান্ত।
গতবছর করোনার কারণেই পিছিয়ে ২০২১ আয়োজন করা হয় ইউরো কাপের খেলা। সব রকমের কড়া ব্যবস্থার মাঝে সমর্থকদের করোনায় আক্রান্ত হওয়ার খবর চিন্তা বাড়াচ্ছে ইউরো আয়োজকদের।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
 
 
 







































































































































