ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সোশ্যাল মিডিয়ায় (Social Media ) নিজের দলের নেতার নামে কটূক্তি করায় দলীয় কার্যালয়ে ঢুকতে হেনস্থার শিকার হলেন এক বিজেপির (Bjp) যুব নেতা। সূত্রের খবর, সেই সময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)।
বিজেপি নেতা তথা সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে (Pratap Benarjee) নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করেছিলেন দলের যুব মোর্চার এক সদস্য। যথাসময়ে গেরুয়া পাঞ্জাবি পরে পার্টি অফিসে হাজির হন তিনি। আর তাঁকে দেখেই রে রে করে তেড়ে যান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। দু-পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। যুবনেতা চিৎকার করতে থাকেন, “পার্টি অফিসটা কারও নিজের সম্পত্তি নয় বলে”। দু’পক্ষের হাতাহাতি থামাতে কয়েকজন এগিয়ে আসেন। বাকিরা তখন নীরব দর্শক।
দলের অন্দরের কোন্দল গড়ায় রাস্তাতে। যুবনেতাকে শোনা যায় রাস্তায় দাঁড়িয়ে প্রবীণ নেতা উদ্দেশ্যে চিৎকার করে গালিগালাজ করতে।
বিষয়টা নিয়ে বিজেপি নেতৃত্ব সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও, বিধানসভা নির্বাচনে দলের হারের পর বিভিন্ন জায়গাতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। ভার্চুয়াল বৈঠকেও শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন উঁচু স্তরের নেতারা। সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে ছেড়ে কথা বলছেন না। এদিনের হাতাহাতি তারই একটা প্রতীক মাত্র। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে জয়ের আশার যে ফানুস বিজেপি উড়িয়ে ছিল, তা ফুটো হয়ে যাওয়াতে হতাশা আর দোষারোপের পালা চলছে গেরুয়া শিবিরের অন্দরে। আর সেই দ্বন্দ্বই নেমে আসছে প্রকাশ্য রাস্তায়।
আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিন কাণ্ড: CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা, অ্যাডভাইজরি জারি রাজ্যের