কসবার ভুয়ো- ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া- জনস্বার্থ মামলা

0
1

কসবার ভুয়ো-ভ্যাকসিন কেলেঙ্কারি এবার পৌঁছে গেলো কলকাতা হাইকোর্টে৷

গোটা ঘটনার CBI পর্যায়ে তদন্ত দাবি করে শুক্রবার হাইকোর্টে দু’টি জনস্বার্থের মামলা দায়ের করেছেন দুই আইনজীবী ৷

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাঁর আবেদনে গোটা ঘটনার CBI তদন্ত দাবি করার পাশাপাশি হলফনামায় বলেছেন, রাজ্যে টিকাকরণের পদ্ধতি নিয়ে হাইকোর্ট একটি গাইডলাইন ঘোষণা করুক৷ আগামীদিনে ওই গাইড লাইন মেনেই রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া চলবে৷

সন্দীপন দাস নামে অপর এক আইনজীবী তাঁর আবেদনেও CBI তদন্তের দাবি করে বলেছেন, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব একটি চক্রের সঙ্গে যুক্ত৷ তাই উচ্চ ক্ষমতাসম্পন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত প্রয়োজন৷

আইনি মহলের ধারনা, আগামী সপ্তাহেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে এই দুই মামলার শুনানির সম্ভাবনা৷

আরও পড়ুন- ত্রিপুরা: দল বদলের গুঞ্জনের মাঝেই আচমকা দিল্লি সফর মুকুল ঘনিষ্ঠ সুদীপের