সোশ্যাল মিডিয়ায় (Social Media) কুরুচিকর মন্তব্য ও সাম্প্রদায়িক পোস্ট (Post) করায় কানাইপুর বারোজীবী এলাকার তিন যুবকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav)। পলাশ মণ্ডল, কমলেশ মণ্ডল ও অভিজিৎ বসুর নামে উত্তরপাড়া (Uttorpara) থানায় অভিযোগ দায়ের হয়েছে। কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান, অভিযুক্ত তিন যুবক প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে পোস্ট করতেন। সেটা প্রধানের নজরে আসার পরে পুলিশের দ্বারস্থ হন তিনি। এদিন প্রধান আরও বলেন, তিনি চান প্রশাসন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তিনি বিষয়টি তৃণমূলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছেন।
আরও পড়ুন-কেএলও-র নাম করে হুমকি-চিঠি: এফআইআর দায়ের করল তৃণমূল










































































































































