জম্মু-কাশ্মীর : উপত্যকার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

0
1

জম্মু-কাশ্মীরের ভবিষ্যত নির্ধারণ করতে বৃহস্পতিবার উপত্যকার সব রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন দুপুর তিনটে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হবে। বৈঠকে উপস্থিত থাকবেন জম্মু- কাশ্মীরের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বৈঠকের বিষয় , উপত্যকায় রাষ্ট্রপতি শাসনে ইতি টেনে জম্মু-কাশ্মীরকে পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। এছাড়া উন্নয়ন, নির্বাচন সহ আরও নানা বিষয় নিয়েও আলোচনা হবে বলেই জানা গিয়েছে।

 

এদিনের বৈঠকে শেষ পর্যন্ত কারা কারা যোগ দেবে, তা নিয়ে প্রথম থেকেই ছিল জল্পনা। জম্মু-কাশ্মীরের গুপকর গোষ্ঠীর নেতারা নিজেদের মধ্যে একাধিকবার বৈঠকে বসেন। তারপরই জানানো হয় মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা সহ একাধিক শীর্ষনেতারা এই বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে, কংগ্রেসের তরফেও জানানো হয়, রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে তারাও বৈঠকে যোগ দিতে চায়। জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ঠিক কীরকম তা জানতে গত শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি ডিরেক্টর অরবিন্দ কুমার, ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েল, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ও জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংয়ের সঙ্গে বিশেষ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।