উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল সংক্রমণের গ্রাফ। দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবার ৫০ হাজারের নীচে নামলেও বুধ এবং বৃহস্পতিবার পরপর দু’দিন তা ফের ৫০ হাজারের গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা, ৫৪ হাজার ৬৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন।
তবে দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যু ১৩০০-র গণ্ডিতেই রয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের। এইনিয়ে করোনায় মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। মৃত্যুর নিরিখে দেশের প্রথমেই মহারাষ্ট্রের (৫০৮) স্থান রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু (১৬৬) এবং কেরল (১৫০)। তারপরই রয়েছে কর্নাটকের স্থান। (১২৩)।
অন্যদিকে দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় খানিকটা কমলেও ১৬ হাজারেরও বেশি। এখনও পর্যন্ত দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন।
































































































































