ফের একশো দিনের কাজে নজিরবিহীন সাফল্য বাংলার। কোভিড (Covid) পরিস্থিতিতেও একশো দিনের কাজে মাত্র ৪০ দিনে কর্মদিবস দশ গুণ বেড়েছে বলে দাবি রাজ্য সরকারের। ৩৩ লাখ থেকে বেড়ে ৩ কোটি হয়েছে কর্মদিবস।
রাজ্যে একশো দিনে কাজে কর্মদিবস ১২ মে পর্যন্ত ৩৩ লাখ তৈরি হয়। এরপর আসে ঘূর্ণিঝড় ইয়াস(Yaas)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে নির্দেশ দেন, ক্ষয়ক্ষতি আটকাতে এবং ঝড়ের পরে পুনর্বাসনে 100 দিনের কাজ শ্রমিকদের কাজে লাগাতে। এরফলে কাজের জায়গা বেড়ে যায় কয়েকগুণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁধ, রাস্তা মেরামতির কাজ শুরু হয় একশো দিনের প্রকল্পের আওতায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাঁধ মেরামতি থেকে শুরু করে রাস্তা তৈরি সহ একাধিক কাজে ব্যবহার করা হয় একশো দিনের শ্রমিকদের। এতে সঙ্কটের সময়ে রোজগার যেমন বাড়ে তেমনই মেরামতির কাজও দ্রুত শেষ হয়।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর আশঙ্কাই ঠিক, বিচারপতি কৌশিক চন্দ নিজেই স্বীকার করেছেন অতীতে বিজেপি- যোগের কথা

 

 
 
 
 
 
 
 
 































































































































