বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ( world test championship final) ষষ্ঠ দিনে ভারতের( india) সামনে কঠিন লড়াই। ষষ্ঠ দিনে উইকেটে টিকে না থাকতে পারলে, চাপে পড়ে যাবে ভারতীয় দল। তাই বিরাট কোহলি( virat kohli) এবং অজিঙ্কে রাহানেদের( ajinkya rahane) উচিত যতসম্ভব বেশি ক্রিজে থেকে রান তোলা। এই মুহূর্তে নিউজিল্যান্ডের ( new Zealand )থেকে ৩২ রান এগিয়ে টিম ইন্ডিয়া। তবে এটা যে যথেষ্ট নয় তা ভালই জানেন মহম্মদ শামি( Mohammed shami)। ষষ্ঠ দিনে কী ভাবে এগোনো উচিত, ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বললেন তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে এসে শামি বলেন,” বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই কত রান করে ছাড়া উচিত, সেই নিয়ে কথা হয়নি। সবে আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। যত রান করা সম্ভব, করতে হবে। ইংল্যান্ডে যে কোনও সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। সেই অনুযায়ী খেলতে হবে আমাদের। জয়ের জন্য ওদের ১০ উইকেট নিতে হবে আমাদের। তার আগে লড়াইয়ের মতো রান দরকার আমাদের।”
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট নেন শামি। দলের হয়ে এই পারফরম্যান্স করতে।
- আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বর্ণবিদ্বেষী মন্তব্য, মাঠ থেকে বের করে দেওয়া হল দুই দর্শককে