আলিপুরদুয়ারের (Alipurduwar) কুমারগ্রামের সঙ্কোশ নদীতে স্নানে গিয়ে ডুবে গিয়েছিল তিন কিশোর। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা গিয়েছে। তৃতীয় জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, শিব দাস (Shiv Das), অনুপম দাস (Anupam Das) ও দেবাশিস দাস (Debashish Das) নামে ওই তিন কিশোর সঙ্কোশ নদীতে স্নান করতে যায়। সেইসময় এই তিনজনই স্রোতে ভেসে যায়।
অনুপম ও দেবাশিসকে স্থানীয়রা উদ্ধার করেন। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। শিবের কোনও খোঁজ পাওয়া যায়নি। নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী।
আরও পড়ুন- জয়পালের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টেও স্পষ্ট, নিউটাউন এনকাউন্টার ভুয়ো ছিল না


































































































































