কোভিডের কারণে প্রায় দেড় বছর ধরে পর্যটকদের দেখা নেই দার্জিলিঙে (Darjeeling)। অথচ কর্মীদের বেতন নিয়মিত দিতে হয়। তাই অনেক হোটেলই (Hotel) বন্ধ হয়েছে। এবার বন্ধ হতে চলেছে ম্যালের গা ঘেঁষে থাকা শতাব্দী প্রাচীন উইন্ডামেয়ার হোটেল। কর্তৃপক্ষ নোটিশ (Notice) দিয়ে জানিয়েছে, ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেল বন্ধ হবে।
আরও পড়ুন-তৃতীয় ঢেউ রুখতে চিকিৎসক কমতির সমস্যা কীভাবে মেটানো যায়? বলে দিলেন দেবী শেঠি
সব মিলিয়ে ওই হোটেলে কর্মীর সংখ্যা প্রায় ১০০। হোটেলে রুম রয়েছে ৪০টি। ১৮৪১ সালে উইন্ডামেয়ার তৈরি হয়। সে সময়ে চা ব্যবসায়ীরা বোর্ডিং হাউস হিসেবে ব্যবহার করতেন। ১৯৩৯ সালে হোটেল চালু হয়।
হোটেল সূত্রে জানা গিয়েছে, মূলত বিদেশের পর্যটকদের ভিড় ফি বছর উপচে পড়ত। কিন্তু, করোনার কারণে দেড় বছর ধরে পর্যটক প্রায় নেই। নিয়মিত বেতন দিতে হচ্ছে কর্মীদের। সে জন্য বিপুল দেনা হয়েছে জানিয়ে লকআউট নোটিশ জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।











































































































































