কলকাতা পুলিশ ও ফিনিক্স ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে বিলি স্যানিটাইজার-মাস্ক

0
1

বাড়িয়ে দাও তোমার হাত। এই ব্রত নিয়ে, করোনার অতিমারীতে, সাধারণ মানুষের পাশে এগিয়ে এল ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ। তারা কলকাতা পুলিশের হাতে হাত মিলিয়ে শহরের মানুষের পাশে দাঁড়াল।

বুধবার কলকাতার স্ট্যান্ড রোড এলাকায় বিনামূল্যে শহরের নাগরিকদের মধ্যে স্যানেটাইজার ও মাস্ক বিলি করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ করার উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ ও ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ। এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল হাওড়া ব্রীজ ট্রাফিক গার্ড।

আরও পড়ুন : আলাপনের পাশে রাজ্য: গায়ের জোরে দেশ চলে না, কেন্দ্রকে তীব্র কটাক্ষ মমতার

বুধবার সকাল ১১টা নাগাদ স্ট্যান্ড রোডে উপস্থিত মোট এক হাজার জন মানুষের মধ্যে স্যানেটাইজার ও মাস্ক বিলি করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের কর্ণধার জ্যোতিপ্রকাশ দাস, অফিসার ইনচার্জ অমরেশ ঘোষ, হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের অতিরিক্ত অফিসার ইনচার্জ সৌমেন্দু ভট্টাচার্য। এই দিন মোট ১০০০ মানুষকে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়। এমন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি সকলেই।