নিউটাউনে এনকাউন্টার: আবাসনগুলির নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ডাকল HIDCO

0
2

নিউটাউন এনকাউন্টারের (Newtown Encounter) পর শহর ও শহরতলীর অভিজাত আবাসনগুলির নিরাপত্তা নিয়ে এবার নড়েচড়ে বসলো প্রশাসন। এভাবে ভিন রাজ্যের কুখ্যাত গ্যাংস্টার আবাসনে ডেরা বেঁধে ছিল, সেটা এখনও বিশ্বাস করতে পারছেন না সাপুরজির “সুখবৃষ্টি” আবাসনের বাসিন্দারা।

নিউটাউন কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক ডাকল হিডকো (HIDCO) কর্তৃপক্ষ। আগামিকাল, বৃহস্পতিবার বিধানগর পুলিশ কমিশনারেট, নিউটাউনের বিভিন্ন ব্লক ও আবাসনের চেয়ারম্যান ও সেক্রেটারিদের নিয়ে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। নিরাপত্তার খাতিরে ফ্ল্যাট মালিকদের উপর একাধিক বিধি-নিষেধ ও শর্ত চাপানো হবে। ফ্ল্যাট মালিক কাকে ভাড়া দিচ্ছেন, তার সমস্ত নথি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জমা দিতে হতে পারে।