২৪ জুন জগন্নাথদেবের স্নানযাত্রার পুণ্য তিথিতেই খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির

0
1

তারকেশ্বর (Tarkeswar), তারাপীঠ (Tarapith), কালীঘাটের (Kalighat) পর এবার ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির (Dakneswar Temple)। আগামিকাল, বৃহস্পতিবার, ২৪ জুন দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস ও জগন্নাথদেবের স্নানযাত্রা রয়েছে। আর সেই পূর্ণ তিথিতেই সকাল সাতটায় ভক্তদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। বেলা ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তারপর দুপুর সাড়ে তিনটে থেকে আবার মন্দির খুলবে। বন্ধ হবে সন্ধ্যারতি শেষ হলে।

মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন, ২৪ জুন পরীক্ষামূলকভাবে মন্দির খোলা হচ্ছে। করোনা আবহে সমস্ত রকম সরকারি বিধি-নিষেধ মেনে মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে ভক্তদের। এখন মন্দিরে সংস্কারের কাজ চলছে। ফলে দর্শনার্থীরা যাতে সাবধানে প্রবেশ করেন, সেই আবেদনও করা হয়েছে।