স্কটল‍্যান্ডকে হারিয়ে ইউরো কাপে শেষ ষোলোয় পৌঁছে গেল ক্রোয়েশিয়া

0
1

স্কটল‍্যান্ডকে( scotland) হারিয়ে ইউরো কাপের)( euro cup) শেষ ষোলোয় পৌঁছে গেল ক্রোয়েশিয়া( croatia) । গ্রপ লিগের ম‍্যাচে ৩-১ গোলে জিতল লুকা মদ্রিচের দল। ম‍্যাচে এদিন দুরন্ত গোল করলেন মদ্রিচ।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় ক্রোয়েশিয়া। ম‍্যাচের ১৭ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন নিকোলা ভ্লাসিচ। এরপর ম‍্যাচে পাল্টা আক্রমণ চালায় স্কটল‍্যান্ড। ম‍্যাচের ৪২ মিনিটে গোল করে স্কটল‍্যান্ডের হয়ে সমতা ফেরান কালাম ম্যাকগ্রেগর। প্রথমার্ধ স্কোর লাইন থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ক্রোয়েশিয়া। ম‍্যাচের ৬২ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন মদ্রিচ। ম‍্যাচের ৭৭ মিনিটে মদ্রিচের কর্নার থেকে হেডে গোল করে ক্রোয়েশিয়ার হয়ে শেষ ষোলার রাস্তা নিশ্চিত করেন ইভান পেরিসিচ।

হেড টু হেড ও গোল পার্থক্য সমান থাকলেও চেক প্রজাতন্ত্রের থেকে এক গোল বেশি করার সুবাদে শেষ ষোলোয় উঠে গেল ক্রোয়েশিয়া। অন্যদিকে ইউরো থেকে বিদায় নিল স্কটল্যান্ড।

আরও পড়ুন:ম‍্যাচের ষষ্ঠ দিনে কী পরিকল্পনা ভারতের? সাংবাদিক সম্মেলনে এসে জানালেন শামি