তাঁকে গ্রেফতার করা না হলে দেশে ফিরতে পারেন কয়লা ও গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র (Binoy Misra)। মঙ্গলবার হাইকোর্টে দেশে ফেরার ক্ষেত্রে এমনই শর্ত চাপান বিনয়ের আইনজীবী। এই শর্তের বিষয়ে বুধবার আদালতে CBI নিজেদের বক্তব্য জানাতেই পারেনি৷ এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে CBI-এর আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জেড দস্তুর জানান, দিল্লি থেকে এ বিষয়ে কোনও নির্দিষ্ট নির্দেশ এসে পৌঁছায়নি। এ কারণ দেখিয়ে আদালতে সময় চান তিনি৷ এর পরেই আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি৷
প্রসঙ্গত, বিনয়ের আইনজীবী অভিষেক মনু সিংভি মঙ্গলবার আদালতে জানান, শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র। CBI এবং ED যদি আদালতের কাছে যদি প্রতিশ্রুতি দেন বিনয়কে গ্রেফতার করা হবে না, শুধুমাত্র সেক্ষেত্রেই দেশে ফিরবেন বিনয় মিশ্র। শুধু তাই নয়, পাশাপাশি তাঁকে ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতাও করতে হবে।