রাজ্যে অফলাইনেই ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স, ফলপ্রকাশ কবে জানাল বোর্ড

0
1

করোনা পরিস্থিতিতে রাজ্যে অফলাইন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা হবে ১৭ জুলাই। জানালো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ জুলাই। তা ৬ দিন পিছল। এখন পরীক্ষা হবে ১৭ জুলাই। জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হবে ১৪ অগাস্টের মধ্যে। তিন দফায় কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফে।

বোর্ড জানিয়েছে, ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। যার মধ্যে ৬০ শতাংশ পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাকি ৪০ শতাংশ অন্যান্য রাজ্যের। ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

আরও পড়ুন-বিনয় মিশ্র মামলা: দিল্লি থেকে নির্দেশ না আসায় আদালতে সময় নিলো CBI

পরীক্ষাকেন্দ্রে কীভাবে বসবেন পরীক্ষার্থীরা?

জানানো হয়েছে, ন্যূনতম ৪ থেকে ৫ ফুট দূরত্ব মানা হবে। ঘরের পরিসর অনুযায়ী ২০-২৪ জনকে বসানো হবে। ছোট বেঞ্চ হলে ১ জন বড় বেঞ্চ হলে ২ জন করে বসবে।

বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও চলতি বছরে আরও ১১টি প্রবেশিকা পরীক্ষা হবে। নার্সিংয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হবে ৩১ জুলাই। যা আগে ছিল ৪ জুলাই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হবে ৭, ৮ অগাস্ট। স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা হবে ১৪ অগাস্ট।