চুঁচুড়ায় পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ খুনে চাঞ্চল্য!

0
3

চুঁচুড়া ও হুগলি স্টেশনের মাঝামাঝি রবীন্দ্রনগর পশ্চিম পাড়ায় ৬৮ বছরের বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে বুধবার দুপুরের এই খুন বলে অভিযোগ। মহাদেব হালদার (Mahadev Halder) ছোটখাটো ব্যবসা করেন। এদিন সকালে তাঁর বাড়ির পাশে রেল লাইনের ধারে আমসত্ত্ব শুকোতে দিতে যান তিনি। অভিযোগ, সেই সময় পিছন থেকে তাঁকে এলোপাথাড়ি কোপান স্বপন হাওলাদার (Swapan Howlader)। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে যান।

অভিযোগ, স্বপন হাওলাদার জমি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিনের বিবাদ লেগেই ছিল। খবর পেয়ে চুঁচুড়া (Chinsura) থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ (Police) বাহিনী। তারা এলাকা ঘুরে দেখে। যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে সেটাও উদ্ধার হয়েচে। স্বপন হাওলাদার পেশায় ভ্যান চালক। তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ফের ৪ লাখ করে ভ্যাকসিন, ১২ বছর পর্যন্ত বাচ্চার মায়েদের টিকাকরণে জোর: মমতা