ফুটপাথে বেহালা বাজিয়ে একের পর এক সুর তুলে যান ভগবান মালি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সর্বপ্রথম কলকাতার এক ফুটপাথে খুঁজে তাঁকে পেয়েছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ইতিমধ্যেই তাঁর বেহালা বাজানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার শিল্পীর পাশে দাঁড়ালেন পরিচালক তথা বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
নাতনি হয়েছে খবর পেয়ে মালদহ থেকে কলকাতায় আসেন ভগবান মালি৷ সস্ত্রীক কলকাতায় মেয়ের কাছে এসে করোনাভাইরাস-লকডাউনের কারণে আটকে পড়েন শিল্পী। এসে দেখেন লকডাউনের কারণে কাজ হারিয়েছেন জামাই। মেয়ে-জামাইয়ের একটাই ঘর। সেখানে তাঁরা কোনওরকমে থাকে। মেয়ে-জামাইয়ের বেহাল দশা চিন্তায় ফেলে দেয় শিল্পীকে৷ তাই বেহালা নিয়ে কলকাতার রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। এই শিল্পীর বেহালা বাজানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটা নজরে আসতেই ভগবান বাবুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন রাজ চক্রবর্তী।
আরও পড়ুন-খোলা হল হানের আইফোন, মিলল বহু চাঞ্চল্যকর তথ্য
তার পরেই গিরিশ পার্কের কাছে তিনি চলে বারাকপুরের বিধায়ক। রাজ দেখা করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শশী পাঁজার সঙ্গে। মন্ত্রীর সঙ্গে রাজ কথা বলেন যাতে ভগবান বাবুর পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। রাজ চক্রবর্তী জানিয়েছেন, “একটি মানুষ বিপদে পড়েছেন তাঁর পাশে এসে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। এত মিষ্টি বেহালা বাজান উনি। তেমনই ভালো মানুষ।” রাজ কথা বলার পরেই শিল্পী ভগবান মালির আশ্রয়ের ব্যবস্থা হয়েছে। ওই এলাকায় কোনও বাড়িতে থাকার ব্যবস্থা করা হচ্ছে। রাজ চক্রবর্তীর মতো মানুষ এসে দেখা করায় খুশি ভগবান মালির পরিবারের সদস্যরা। ভগবান মালি রাজকে বলেছেন, “যে সুর তুমি আমায় দাও, আমি বাজিয়ে দেব।”









































































































































