করোনার ঝামেলা একেবারে মিটে গেলে ধুম ৪’-এর (dhoom 4) শুটিং। শোনা যাচ্ছে ধুম ৪’-এ নাকি একসঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে চলেছেন সলমন খান (salman khan) এবং অক্ষয় কুমার (akshyay kumar)। গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া এই খবরে ছিল মশগুল। খবর চালিয়েছিল ছবিটিতে প্রচুর স্টান্ট রয়েছে। যা দেখলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে । তবে ছবিতে নায়িকার ভূমিকায় কে বা কারা বিনয় ঘুরবেন অভিনয় করবে তা এখনও প্রকাশ্যে আসেননি।
সালমান এবং অক্ষয়ের ভক্ত অনুরাগীদের মধ্যে যখন এই ছবি নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে, ঠিক তখনই এ নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার।
তিনি জানিয়েছেন এ খবর ভুয়ো। তাহলে কেন এমন গুজব ছড়া ল? জানা যাচ্ছে জানা গিয়েছে ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকছেন অক্ষয় কুমার। আর ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে


































































































































