করোনা স্বাস্থ্য বিধি শিকেয় তুলে চললো ৭৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ

0
1

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা রুখতে গেলে টিকাকরণ ছাড়া কোনও উপায় নেই। পাশাপাশি মানুষকে সতর্ক থাকতে হবে। কোভিড বিধি অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলে স্যানিটাইজার ব্যবহার অথবা ঘনঘন হাত ধোয়া এই নিয়মগুলি মেনে চলতে হবে। কিন্তু তা আর হচ্ছে কোথায়! করোনা স্বাস্থ্য বিধি শিকেয় তুলে চললো ৭৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ।

নদিয়া জেলার গয়েশপুর পুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেখানেই দেখা গেল কোনও মানুষ কোভিড স্বাস্থ্য বিধি মানছেন না। রীতিমতো ভিড় উপচে পড়ছে ওই কেন্দ্রে। রবিবারের বুলেটিনে দেখা গিয়েছিল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৪ জন। এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের।

আরও পড়ুন-বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন, অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

করোনা প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে চলছে কার্যত লকডাউন। অপরদিকে বিভিন্ন প্রান্তে চলছে টিকা দেওয়ার কাজ। তেমনই গয়েশপুর পুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে দেখা গেল করোনা স্বাস্থ্য বিধি না মেনেই ভ্যাকসিন নিতে চলে এসেছেন সাধারণ মানুষ। একদিকে যেমন ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখা, অপরদিকে মাস্ক ছাড়াই ভিতরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। তবে মানুষ যে এখনও সচেতন নয় তার প্রমাণ মিলেছে এই টিকাকরণ কেন্দ্রে।