উত্তরপ্রদেশ ভোটেও বিজেপি বিরোধী জোট? বিরোধী দলগুলিকে বৈঠকের আমন্ত্রণ পাওয়ারের

0
3

কিছুদিন আগেই ভোটকৌশলী প্রশান্ত কিশোর কথা বলেন এনসিপি (ncp) প্রধান ও প্রবীণ রাজনীতিক শারদ পাওয়ারের (sharad pawar) সঙ্গে। তখনই শোনা যাচ্ছিল, বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিরোধী দলগুলিকে (opposition) কীভাবে এককাট্টা করা যায় সেসম্পর্কে কথা হয়েছে দুজনের মধ্যে। সদ্য বাংলার ভোটে বিজেপিকে দুরমুশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এরপর ঘরোয়াভাবে বিরোধী নেতাদের মধ্যে কথাবার্তা চলছিলই। আর একধাপ এগিয়ে প্রবীণ বিরোধী নেতা ও মহারাষ্ট্রের শাসক জোটের অন্যতম স্তম্ভ শারদ পাওয়ার এবার কয়েকটি বিরোধী দলকে নিয়ে বৈঠকে বসতে চান বলে খবর। আগামীকাল এই বৈঠক ডাকা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী হিসাবে কাজ করা প্রবীণ নেতা যশবন্ত সিনহা সমন্বয় রক্ষা করছেন। কংগ্রেস, আরজেডি, আপ সহ কয়েকটি দলের নেতারা আমন্ত্রণ পেয়েছেন বলে এনসিপি সূত্রে খবর। বৈঠক নিয়ে কংগ্রেসের ভূমিকা কী হয় সেদিকে রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে। কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সামনের বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট করা সম্ভব কিনা সেনিয়েই প্রাথমিক আলোচনা হওয়ার কথা।