বাঁকুড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন সায়ন্তিকা, টিভিতে মুখ দেখানোর কথা বলে কটাক্ষ বিজেপির

0
1

টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার একাধিক এলাকা। এই পরিস্থিতিতে বাঁকুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত এলাকার ছবি নিজের মোবাইলে ক্যামেরায় বন্দি করে রাখলেন সায়ন্তিকা। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। এই নিয়ে সায়ন্তিকাকে কটাক্ষ করল বিজেপি।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাঁকুড়ার প্রচুর জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। গত দু’দিন ধরে হাঁটু পর্যন্ত জল ছিল। ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা কথা বলছি। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) সবসময় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেভাবেই আমরা কাজ করি। বাঁকুড়ায় এত ক্ষতি হয়েছে। এই সময় আমার দায়িত্ব এটা দেখার যে, কীভাবে মানুষ রিলিফ পান। এখানে আমাদের যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমি মানুষের পাশে থাকব।”

আরও পড়ুন-দুর্নীতির দায়ে গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা

এরপরেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, “এলাকা যে কেউ ঘুরে দেখতে পারেন। তবে, সময়ে করলে ভালো হয়। ৭ দিন ধরে যখন টানা বৃষ্টি হচ্ছিল, কোমর সমান জল দাঁড়িয়েছিল, মানুষ খেতে পাচ্ছিলেন না, মাথার ওপর একচিলতে ঘর নেই, সেই সময় ত্রিপলের ব্যবস্থা করলে ভালো হত। সব কিছু শেষ হয়ে গিয়েছে। টিভিতে মুখ দেখাতে এখন অনেকেই আসবেন।”