দুর্নীতির দায়ে গ্রেফতার রাজীব ঘনিষ্ঠ বিজেপি নেতা

0
1

দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ঘনিষ্ঠ এক বিজেপি (BJP) নেতাকে। জানা গিয়েছে, ধৃতের নাম গোবিন্দ হাজরা। কালনা (Kalna) থেকে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায়- এর অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে (TMC) যুক্ত ছিলেন তিনি। লিলুয়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত(gram Panchayat Pradhan) প্রধান ছিলেন। পরপর চারবার তিনি গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হন । কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর অনাস্থা এনে তাঁকে পদ থেকে সরানো হয়। এরপর দিন পনেরো আগে গোবিন্দ হাজরার বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা তছরূপের অভিযোগ (money laundering) করা হয় লিলুয়া থানায়। তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে বর্ধমানের কালনায় বন্ধুর বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। আজ গোবিন্দকে আদালতে তোলা হচ্ছে। ধৃত নেতার ৭ দিন পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে খবর। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং জানিয়েছেন, “গোবিন্দ হাজরার নামে একাধিক অভিযোগ রয়েছে। কাজ করার জন্য অনেকের থেকে টাকা নিয়েছে। তাছাড়া জালিয়াতি তছরুপের মতো অভিযোগও রয়েছে”।