তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহর (Udayan Guha) উপর হামলার ঘটনার প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস (Tmc)। সোমবার, সকাল থেকেই এই বিক্ষোভ কর্মসূচিতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা (Dinhata) থানার চত্বর। তৃণমূল নেতা জয়দীপ ঘোষ (Jaydip Ghosh), বিশু ধরদের নেতৃত্বে সকাল থেকেই এই অবস্থান-বিক্ষোভ ঘেরাও কর্মসূচি চলে বলে জানা গিয়েছে।
এই বিষয় নিয়ে তৃণমূল নেতা জয়দীপ ঘোষ স্পষ্ট জানান, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে তাঁদের আন্দোলন কর্মসূচি চলবে। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক ছিল। মিছিল আটকানোর চেষ্টা হয়। পরে থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসে যান তৃণমূল কর্মী-সমর্থকরা।







































































































































