সিবিএসই : যারা পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাদের পরীক্ষা কবে? জানাল কেন্দ্র

0
1

করোনা অতিমারির ( corona pandemic) জেরে সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির (10 & 12 th exam) পরীক্ষা বাতিল হয়েছে। বিকল্প পন্থা হিসেবে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে (assessment method ) চলতি শিক্ষাবর্ষের সিবিএসই দ্বাদশ ও দশমের ফল প্রকাশ হবে। কিন্তু যদি কোনও পড়ুয়া সেই রেজাল্টে খুশি না হন, তাহলে থাকছে পরীক্ষা দেওয়ার সুযোগ (who is winning to appear board exam)। করোনা সঙ্কটকাল অতিক্রান্ত হলেই তিনি পরীক্ষায় বসতে পারবেন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে, ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে হবে ঐচ্ছিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষা। যাঁরা পরীক্ষা দিতে ইচ্ছুক, তাঁদের সিবিএসই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। cbse.nic.in ওয়েবসাইটে গেলেই রেজিস্ট্রেশনের অপশন দেখতে পাওয়া যাবে। ওই রেজিস্ট্রেশন অপশনে গিয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। সিবিএসই আগেই জানিয়েছে দশম শ্রেণির ক্ষেত্রে ‘বেস্ট অফ থ্রি’ বেছে নেওয়া হবে। অর্থাৎ, যে তিনটি বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েছে পড়ুয়া, সেই তিনটি বিষয়ের মোট নম্বরের ৩০ শতাংশ মূল রেজাল্টে যুক্ত হবে। ওই নম্বরটি প্রত্যেক বিষয়েই যুক্ত করা হবে। অর্থাৎ কেউ যদি তিনটি বিষয়ে ১০০ পেয়ে থাকে, তাহলে তার সেই নম্বরের ৩০ শতাংশ অর্থাৎ গড়ে ৩০ করে যুক্ত হবে সব বিষয়ে।