নিজের বেবি বাম্পের ছবি পোস্ট ইন্সটাগ্রামে। খবরের শিরোনামে এবং সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধু অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানেরর মা হওয়ায় খবর। সোশ্যাল মিডিয়াজুড়ে প্রশ্নের বন্যা বইছে তাঁর সন্তানের বাবা কে? অভিনেত্রী এসব প্রশ্নের কোনও উত্তরই দেননি। এবার নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নুসরত।
ইন্সটাগ্রামে নুসরত নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘উদারতা সব বদলে দেয়’। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে প্রায় রোজই চর্চায় রয়েছেন নুসরত জাহান। নুসরত এবিষয়ে অবশ্যে মুখে কুলুপ এঁটেছেন। রোজই ইনস্টাগ্রাম স্টোরি কিংবা কোনও না কোনও পোস্টের মাধ্যমে নিজের বিভিন্ন ভাবনা প্রকাশ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
আরও পড়ুন-‘মৃত’ জানালেন তিনি অমৃতাভ, রেল আধিকারিকদের জড়িত থাকার সম্ভাবনা স্পষ্ট
উল্লেখ্য, ২০১৯-র ১৯ জুন, তুরস্কে ধুমধাম করে নিখিল জৈন-এর সঙ্গে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। প্রথমদিকে নুসরত-নিখিলের সুখী দাম্পত্যের ছবি নজরেও এসেছিল। কিন্তু বিয়ের দেড় বছরের মাথাতেই সেই সংসার ভেঙেছে। নিখিল জানিয়েছিলেন, তিনি নুসরতের সন্তানের বাবা নন। অভিনেতা যশের সঙ্গে নুসরতের সম্পর্ক রয়েছে এমন কথাও শোনা যাচ্ছিল। তবে এ ব্যাপারে মুখ খোলেননি যশ দাশগুপ্তও।











































































































































