রবিবার ভোট বিপর্যয়ের মিটিং থেকে সিপিএম (cpim) বুঝিয়ে দিল সংযুক্ত মোর্চার জোট ভাঙছে, এবং এই ভাঙার দায় তারা নেবে না। অর্থাৎ ভোট শেষ, সংযুক্ত মোর্চার জোটও শেষ!
বৈঠকে সিপিএম নেতৃত্বের বক্তব্য, জোটে কে থাকবে বা থাকবে না, তার সিদ্ধান্ত নিক সেই দল। সিপিএম নিজে থেকে জোট ভাঙবে না। আসলে ভোটে হারার পরেই জোটে জটিলতা তৈরি হয়। আইএসএফ (ISF) নিজেদের ক্রমশ আলাদা করতে থাকে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir choudhury) জানান, আইএসএফকে জোটে আনা তাদের না পসন্দ ছিল। এটা বামেদের সিদ্ধান্ত। শুধু তাই নয় আব্বাস সিদ্দিকির (abbas siddique) দল মুর্শিদাবাদে (murshidabad) কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। ফলে আমরা জোটে আছি, বা জোটে নেই কোনওটাই বলতে পারছি না। অর্থাৎ কংগ্রেস বা আইএসএফ যখন জোট থেকে সরে গিয়েছে, তখন সংযুক্ত মোর্চা আর রইল কোথায়? তাই বৈঠকে সিদ্ধান্ত হয়, কেউ যদি জোট ভেঙে বেরতে চায়, সেটা তাদের সিদ্ধান্ত। সিপিএম এ ব্যাপারে অনুরোধ বা বিরোধ কোনওটাই করবে না।
ফলে সিপিএম এখন রাজনৈতিকভাবে রাজ্যে কার্যত একা!














































































































































