চাকুরিজীবীদের জন্য আসতে চলেছে বড় মাপের সুখবর।
এবার থেকে সপ্তাহে সম্ভবত ৪ দিন কাজ করতে হবে আর ছুটি পাওয়া যাবে ৩ দিন। তবে এক্ষেত্রে বাড়বে দৈনিক কাজের সময়সীমা৷ এক্ষেত্রে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, সপ্তাহে সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘন্টা রাখার প্রস্তাব করা হয়েছে।
দেশের নতুন শ্রম নিয়ম (Labour Codes) অনুযায়ী, আগামী দিনে সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে৷
নতুন শ্রম নিয়মের খসড়া বিধিতে বলা হয়েছে, কোনও কর্মচারীকে ৫ ঘণ্টার বেশি টানা কাজ করানো যাবে না ৷ প্রতি ৫ ঘণ্টা পর কর্মচারীদের আধ ঘণ্টা বিশ্রাম দিতে হবে ৷এছাড়া, খসড়া আইনে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বদল করা হয়েছে ওভারটাইমের নিয়মেও। ১৫ মিনিটের বেশি কাজ করলেই তা ওভারটাইম হিসাবে গণনা করার প্রস্তাব রাখা হয়েছে খসড়াতে। নতুন খসড়ায় বেতনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন খসড়া বিধি অনুসারে, বেশিরভাগ কর্মচারীর বেতন কাঠামোয় পরিবর্তন আসতে পারে। টেক হোম ( Take Home) বেতনের পরিমাণ কমিয়ে পিএফ-এ (PF) অন্তর্ভুক্তি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্র্যাচুইটি ও পিএফ বৃদ্ধির ফলে অবসর জীবন নিয়ে নিশ্চিন্ত হতে পারবেন গ্রাহকেরা। এছাড়া কোম্পানিগুলিকে পিএফ ও গ্র্যাচুইটিতে কর্মীদের সমপরিমাণ অর্থ জমা করতে হবে।
কেন্দ্রীয় সরকার ট্রাভেলিং অ্যালাউন্স অর্থাৎ টিএ (Travel Allowance) ক্লেম সাবমিশনের সময় সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করেছে৷ ১৫ জুন ২০২১ থেকে এই নিয়ম লাগু করাও হয়েছে৷
আরও পড়ুন- দ্বিতীয় ‘শাহি’ সাক্ষাতের পরেই ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব ধনকড়






































































































































