কোপা আমেরিকায় ( copa America) জয়ের মুখ দেখল আর্জেন্তিনা( Argentina )। শনিবার তারা ১-০ গোলে জিতল উরুগুয়ের ( Uruguay )বিরুদ্ধে। আর্জেন্তিনার হয়ে একমাত্র গোলটি করেন রডরিগেজ। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তাঁরাই।
শনিবার ভোররাতে কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্তিনার মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। বলা ভাল মেসির মুখোমুখি হয়েছিলেন লুইস সুয়ারেজ। একসময়ে বার্সেলোনার দুই সতীর্থ শনিবার মুখোমুখি। দুজনেই খেললেন কিন্তু গোল পেলেন না কেউ। ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে আর্জেন্তিনা বনাম উরুগুয়ে ম্যাচ। ম্যাচের ১৩ মিনিটে মেসির পাস থেকে গোল করে নীল-সাদার দলকে এগিয়ে দেন রডরিগেজ। এরপর একাধিকবার আক্রমণে গেলেও গোলের সংখ্যা ব্যর্থ হয় মেসির দল। ওপর দিকে সারা ম্যাচ জুরে আক্রমণের ঝড় তুললেও গোলের দরজা খুলতে পারেনি উরুগুয়ে।
মঙ্গলবার প্যারাগুয়ের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে নামবে আর্জেন্তিনা। এই জয়ের ফলে পরবর্তী পর্বের দিকে অনেকটা পা বাড়িয়ে রাখল মেসির দল।
🔥🎥 Desde otro ángulo: la asistencia de Messi en el gol de Guido Rodríguez ⚽🇦🇷 ¡Victoria por 1-0 de @Argentina sobre @Uruguay y 3️⃣ puntos en la CONMEBOL #CopaAmérica 2021! #VibraElContinente pic.twitter.com/wqTWA5EA1E
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) June 19, 2021
আরও পড়ুন:মিলখার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ: শোকবার্তা মোদি-মমতার, শূন্যতা ক্রীড়ামহলে