নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসানসোলে নবজাতকের নাম অগ্নিমিত্রা!

0
7

প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আসানসোলে( asansol) এক নবজাতক কন্যা সন্তানের নাম রাখা হলো অগ্নিমিত্রা(Agnimitra paul)।

 

আসানসোল দক্ষিণের নব নির্বাচিত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের প্রতি স্থানীয় বিজেপি কর্মী অপূর্ব রায় নিজেই নব জাতকের ছবি দিয়ে এক ভিডিও বার্তায় এমন খবর জানান। ভিডিও বার্তায় ওই বিজেপি কর্মী, নিজের সদ্যোজাত কন্যা সন্তানের জন্য অগ্নিমিত্রা পালের স্নেহের পরশ ও আশীর্বাদও চান।

স্বভাবতই এমন ঘটনায় আপ্লুত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। টুইট বার্তায় আসানসোল দক্ষিণের বিধায়ক লেখেন, “মানুষের মধ্যে স্বতন্ত্রতার চেয়ে মূল্যবান আর কিছু হয় না। সুতরাং আসানসোল দক্ষিণের মিঃ রায় যখন তাঁর নবজাতক কন্যার নাম রাখলেন “অগ্নিমিত্রা”, তখন আমি খুব আনন্দিত হয়েছি। আমি আমার সহকর্মীদের থেকে পাওয়া এমন অকৃত্রিম ভালোবাসার মর্যাদা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন:বেহালায় একাকী প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু