শীতলকুচি কাণ্ডে যথেষ্ট বিপাকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর। ভবানী ভবনে ডেকে এই তদন্তে CID-এর ম্যারাথন জেরার মুখে দেবাশিসবাবু। সেদিনের গুলি চালানোর ঘটনায় পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়ে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা। করা হল ভিডিও রেকর্ডিংও।
সেদিন ভোট চলাকালীন কী পরিস্থিতি তৈরি হলো, কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চললো। কখন খবর পেলেন পুলিশ সুপার, ঘটনা জানার পর কী ব্যবস্থা নিয়েছিলেন। এই সবকিছুই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর।
এর আগে তদন্তে উঠে এসেছে, ভোটের দিন শীতলকুচি বিধানসভার জোড়পাটকির ১২৬ নম্বর বুথ লক্ষ্য করে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুলেট দরজা ভেদ করে লাগে ক্লাস রুমের ব্ল্যাকবোর্ডে! ওই বুথ ইতিমধ্যেই ঘুরে দেকগেছেন ব্যালেস্টিক টিমের ৩ সদস্য।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ব্যাপক গণ্ডগোল শুরু হয়। গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাদের গুলিতে চারজনের মৃত্যু হয়। যা নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন সরকার গঠনের পর তদন্ত হবে।






































































































































