ওয়েম্বলিতে শুক্রবার ইউরো কাপে( euro cup) ইংল্যান্ড( England ) মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড( Scotland)। প্রথম ম্যাচ জয়ের পর স্কটল্যান্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে পরবর্তী পর্বে এগিয়ে থাকতে মরিয়া সাউথ গেটের দল। ওপর দিকে পরবর্তী রাউন্ডে টিকে থাকতে হ্যারি কেনদের বিরুদ্ধে জয় চাইছে স্কটল্যান্ড।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল ইংল্যান্ড। ফিফা ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। ওপর দিকে ৪৪ নম্বরে রয়েছেন স্কটল্যান্ড। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-০ হেরেছিল স্কটল্যান্ড। যার ফলে প্রি-কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখার জন্য স্কটল্যান্ডকে জিততেই হবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
ইংল্যান্ড দলে রয়েছে একাধিক তারকা ফুটবলার। হ্যারি কেইন, আর স্টার্লিং, ফডেন, র্যাশফোর্ডের মতন ফুটবলার। স্কটল্যান্ডের বিরুদ্ধে পুরোনো বদলা নিতে তৈরি তাঁরাও।
আরও পড়ুন:বৃষ্টির কারণে ভেস্তে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের প্রথম সেশনের খেলা












































































































































