স্বস্তি দিয়ে রাজ্যে ৩ হাজারের নিচে নামল করোনা সংক্রমণ। সেই সঙ্গে কমেছে মৃত্যুও। তবে সংক্রমণ কমলেও বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। যা নিয়ে চিন্তায় প্রশাসন। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রোগীর সংখ্যা, ২ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ১২২ জন।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে ৫৫ হাজার ৩৬৭ জনের। যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ৭৮৮ জন। তবে এখনও সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮৮ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।
তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতা। নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ২৬৫ জন। যা স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে চিন্তা। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ২৪০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী।
































































































































