প্রায় ৫০০ দু:স্থকে অন্ন তুলে দিল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা

0
1

কোভিড পরিস্থিতিতে গরীব মানুষ যাতে অভুক্ত না থাকে সেজন্য প্রথম থেকে তাদের পাশে দাঁড়িয়েছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন এগিয়ে এসেছে, তেমনি যুব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাও আপ্রাণ চেষ্টা করছেন সেইসব গরীব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় প্রতিদিনের মতো প্রায় ৫০০ মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি নিয়েছিল ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা।
উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বর্নালী দে মিশ্রা।
উপস্থিতি ছিলেন কাশিপুর- বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের আহ্বায়ক রাজেশ সিনহা, আর্মাস্ট্রিট থানার ভারপ্রাপ্ত অধিকারী পুলক স্যার সহ বিশিষ্টরা।সকলের সহযোগিতায় এদিন খাদ্য বিতরণ কর্মসূচিটি সমস্ত কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়।