বেনজির, ৫ বছর বিনা বেতনে কাজ! মৃত্যু ৮৯ কর্মীর

0
2

দীর্ঘদিন ধরে বন্ধ অসমের হিন্দুস্থান পেপার মিলের কাছার পেপার মিল। টানা পাঁচ বছর বন্ধ রয়েছে কর্মীদের বেতন। একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কর্মীরা।

এশিয়ার বৃহত্তম মিল হিসেবে একদা পরিচিত ছিল কাছার পেপার মিল। অসমের হাইলাকান্দি এলাকায় হিন্দুস্থান পেপার মিলের সেই কাছার কাগজ কারখানা (Cachar Paper Mill) প্রায় ৫ বছর ধরেই বন্ধ হয়ে রয়েছে। এর ফলে বন্ধ রয়েছে কর্মীদের বেতনও। আর এত দিন ধরে বেতন না পেয়ে অর্থের অভাবে এবং চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন কারখানার কর্মীরা। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। একে একে মারা যাচ্ছেন অনেক কর্মী। সম্প্রতি ৫৪ বছরের আব্দুল হান্নানের মৃত্যুতে মোট সংখ্যা গিয়ে ঠেকেছে ৮৯-তে। কেউ কেউ আবার অভাব সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের কাছার পেপার মিল এবং হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের দুটি ইউনিট ও মিলই বন্ধ রয়েছে। একটি বন্ধ ২০১৫ সালের অক্টোবর থেকে এবং অন্যটি ২০১৭ সালের মার্চ মাস থেকে। এখানে কর্মচারী ১২০০ জন। ৫ বছর ধরে এরা সকলেই অবৈতনিক। এই কারখানা বন্ধ হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চার লাখের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন।

আরও পড়ুন- মিথ্যের ঝুড়ি নিয়ে শ্বশুরবাড়িতে জামাই! রাজ্যপালকে কটাক্ষ সায়নীর