মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে মূল্যায়ন কীভাবে? জানানো হবে শুক্রবার, জুলাইয়ে ফল

0
4

করোনা পরিস্থিতিতে এ বছরের মতো বাতিল করা হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক (Secondary-High Secondary) পরীক্ষা। কিন্তু মূল্যায়ন হবে কীভাবে হবে তা এখনও জানায়নি শিক্ষা দফতর। এ বিষয়ে উদ্বিগ্ন ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা। কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন – তা শুক্রবার ঘোষণা করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার,  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে।

আগে জানানো হয়েছিল করোনা বিধি মেনে জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক এবং অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই বিষয়টা নিয়ে ফের চিন্তাভাবনা শুরু হয়। এই বিষয়ে রাজ্যবাসীর মতামত জানতে চান মুখ্যমন্ত্রী। বহু ইমেল আসে। তার ভিত্তিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মূল্যায়ন কীভাবে হবে তা নিয়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছাত্র-ছাত্রীরা যাতে কষ্ট না পায়, তাদের ভবিষ্যতে যেন কোন সমস্যার সম্মুখীন হতে না হয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে যেন বাধা না আসে সেভাবেই মূল্যায়ন করা হবে। শুক্রবার, এই দুই পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:সুখবর,রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ করতে চলেছে SSC