মধ্যরাতে নিজের নামের সঙ্গে শোভনের নাম জুড়লেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee), আর পরের দিন সকালেই শোভন চট্টোপাধ্যায়কে (Shovan Chatterjee) উচ্ছেদ নোটিশ পাঠালেন তাঁর শ্যালক। জামাইষষ্ঠীর দিন সকালেই এই লোকের হাতে এল শোভন চট্টোপাধ্যায়।

গোলপার্কের যে ফ্ল্যাটটিতে শোভন-বৈশাখী এখন থাকেন, সেটি রত্না চট্টোপাধ্যায়ের (Ranta Chatterjee) ভাইয়ের নামে। আগেই এ বিষয়ে আইনি পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শোভন। কিন্তু নোটিশে শোভনের শ্যালক জানিয়েছেন, যেহেতু এখন ভাড়াটিয়া আইনের অধীন কিছু হচ্ছে না, সুতরাং ৭ দিনের মধ্যে শোভন চট্টোপাধ্যায়কে ওই বাড়ি ছেড়ে দিতে হবে। সাতদিনের মধ্যে ওই ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে। না হলে মামলা রুজু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গোলপার্কের ওই ফ্ল্যাটে শোভন-বৈশাখী বেআইনিভাবে রয়েছেন বলে আগেও সরব হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:বিয়েতেও উলটপুরাণ, বরের বেশে কনে এল বিয়ের মণ্ডপে!











































































































































