নিউজিল্যান্ডের বিরুদ্ধে জৈব বলয় ভাঙার অভিযোগ আনল টিম ইন্ডিয়া, আইসিসিকে জানাবে বিসিসিআই

0
9

নিউজিল্যান্ডের( New Zealand) বিরুদ্ধে বড় অভিযোগ আনল টিম ইন্ডিয়া( team india) । নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটারের বিরুদ্ধে জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ আনল ভারতীয় দল। আর এই দেখে ক্ষুব্ধ ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের ছয় ক্রিকেটার জৈব বলয় থেকে বেরিয়ে গলফ খেলেছেন। তারা হলেন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, হেনরি নিকোলাস, মিচেল স‍্যান্টানার, ড‍্যারিল মিচেল, এবং ফিজিও টমি সিমসেক। জানা গিয়েছে মঙ্গলবার সকালে এই ছয় সদস্য গলফ খেলতে বেরিয়ে পড়েছিলেন। আর এতে বেশ ক্ষুব্ধ ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট।

আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে সাউদাম্পটনের হিল্টন হোটেলে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী ভারতীয় দল এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে। সেখানে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের এই আচরণে ক্ষুব্ধ টিম ম‍্যানেজম‍্যেন্ট। এই বিষয়ে তারা ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়েছে তারা।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন,” আমাদের জানান হয়েছে টিম ম‍্যানেজমেন্টের পক্ষ থেকে। দুটি দলের জন‍্য সমান নিয়মধারা রাখা উচিত আইসিসির। আমরা আইসিসির আধিকারিকদের জানাব।”

যদিও নিউজিল্যান্ডের টিম ম‍্যানেজমেন্টের তরফ থেকে জৈব বলয় ভাঙার অভিযোগ নস‍্যাৎ করা হয়েছে।

আরও পড়ুন:হাঙ্গেরি ম‍্যাচে একাধিক রেকর্ড গড়লেন রোনাল্ডো