জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের জন্য আজ থেকে চলবে ১২ টি স্পেশাল মেট্রো

0
1

আজ, বুধবার (Wednesday) থেকে বাড়ানো হল স্পেশাল মেট্রোর (Kolkata Metro) সংখ্যা। মেট্রো ভবন (metro bhawan)সূত্রে জানা গিয়েছে সারাদিনে সব মিলিয়ে আপাতত ১২ টি মেট্রো(12 special metro service) চলবে। তবে এই মেট্রো করতে পারবেন কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে কর্মীরাই। অর্থাৎ, মেট্রোরেলেরকর্মী (metro staff), হাসপাতাল (Hospital staff), ব্যাঙ্ক(Bank employee) , পুলিশ (police)এবং সংবাদমাধ্যমের (media person) মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই উঠতে পারবেন এই মেট্রোতে। মঙ্গলবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত সপ্তাহের ৬ দিন সকাল সাড়ে ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো ট্রেন ছাড়বে। বিকাল ৪টে, ৫টা এবং সাড়ে ৫টায় ছাড়বে আরও দু’জোড়া করে ট্রেন। এই সময় নির্ঘন্টর পরিষেবা আজ বুধবার থেকে চালু হচ্ছে বলে জানা গিয়েছে।