এবার সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্রীয় সরকার। বুধবার থেকেই এই নিয়ম কার্যকরী হল বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel)। তিনি বলেন, ধাপে ধাপে এই নিয়ম কার্যকর হবে। প্রথম ধাপে দেশের ২৫৬টি জেলায় এই নিয়ম কার্যকর করা হচ্ছে। আন্তর্জাতিক সোনার বাজারের কেন্দ্র হিসেবে ভারতকে (India) গড়ে তোলার লক্ষ্যেই এই নিয়ম বলে জানিয়েছে গ্রাহক বিষয়ক মন্ত্রক।
এবছর ১৫ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করা হয়। ১ জুন বিক্রেতাদের এই নিয়ম মেনে চলার শেষ সময়সীমা ধার্য হয়। তবে করোনা পরিস্থিতিতে গয়না বিক্রেতারা এই সময়সীমা বৃদ্ধির আবেদন জানান। সেটা বাড়িয়ে ১৫ জুন করা হয়। সুতরাং সেই অনুযায়ী মঙ্গলবার ছিল সেই সময়সীমার শেষ দিন।
আর এই খবরে পরেই বিচলিত গ্রাহকরা। তাঁদের প্রশ্ন, যে সব সোনার গয়নায় হলমার্ক (Hallmark) নেই, সেগুলোর কী হবে? মন্ত্রক সূত্রে খবর, এ নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কেননা, এই নিয়ম কার্যকর আপাতত বিক্রেতাদের জন্য করা হয়েছে। গয়না বিক্রেতারা গ্রাহকদের কাছ থেকে হলমার্ক ছাড়া সোনা কিনতে পারবেন। সে ক্ষেত্রে কোনও বাধা থাকছে না। ফলে গ্রাহকরা অনেকটাই স্বস্তিতে।
আরও পড়ুন- চিনা নাগরিক হানকে ১০ দিন STF হেফাজতে রাখার নির্দেশ আদালতের






































































































































