ফুসফুস প্রতিস্থাপনের জন্য আজই চেন্নাই নিয়ে যাওয়ার কথা ছিল মুকুল-জায়া কৃষ্ণা রায়কে (Krisna Ray)। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া যাবে না। অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রিন করিডোরে (Green Corridor) অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়ার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাই। সঙ্গে যেতেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায় (Shubranshu Ray)।
আরও পড়ুন-প্রতারণার অভিযোগে গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের মামলার তদন্তে এবার লালবাজারের গোয়েন্দারা
সূত্রের খবর, চেন্নাইতে (Chennai) কৃষ্ণা রায়কে ভর্তি করার কথা এমজিএম (Mgm) হাসপাতালে। সেখানেই ফুসফুস প্রতিস্থাপন করা হবে। করোনা পরবর্তী জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল-জায়া। তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছে। তাঁর ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন। এই কারণেই ব্রেন ডেথ হয়ে গিয়েছে এমন রোগীর সন্ধান চলছে। চেন্নাইয়ের হাসপাতালেই এই অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। তবে আবহাওয়ার কারণে আজকে নিয়ে যাওয়া যাচ্ছে না কৃষ্ণা রায়কে।











































































































































