নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

0
1

নাট্যব্যক্তিত্ব-অভিনেত্রী স্বাতীলেখার সেনগুপ্তর (Swatilekha Sengupta) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) মমতা লেখেন, “অভিনেত্রী এবং নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোকহত। তিনি দশকের পর দশক বাংলা রঙ্গমঞ্চকে সমৃদ্ধ করেছেন এবং নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর পরিবার সহকর্মী এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”

পরে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে মুখ্যমন্ত্রীর শোকবার্তা প্রকাশ করা হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,

‘‘বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘ধর্মযুদ্ধ’, ‘বেলাশেষে’, ‘বরফ’ ইত্যাদি। তিনি সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। আমি স্বাতীলেখা সেনগুপ্তর স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্ত-সহ তাঁর অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজন‌কে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

বুধবার, দুপুরে কলকাতায় প্রয়াত হন স্বাতীলেখা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। সম্প্রতি ভর্তি হয়েছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে।

 

আরও পড়ুন- কীভাবে হবে সিবিএসই-র মূল্যায়ন? সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ বৃহস্পতিবার