সকাল থেকেই মহানগরের মুখভার। মেঘলা আকাশের সঙ্গে কখনও কখনও হালকা বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। এরইমধ্যে কলকাতা-সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আরও তিনদিন রাজ্যজুড়ে মেঘলা (Cloud) আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ইতিমধ্যেই বঙ্গে ঢুকেছে বর্ষা। নিম্নচাপের সঙ্গী হয়ে উত্তরবঙ্গে পর শুক্রবার দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কখনও ভারী অথবা কখনও মাঝারি বৃষ্টিপাত চলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গেও আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ (Thunder) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিহারের দিকে সরছে। হিজরী বিহারের পাশাপাশি রাজের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা।
































































































































