করোনাকে হারিয়ে যারা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট। এমন তথ্যই উঠে আসছে গবেষোণায়। গবেষকরা আগেই এমনটা দাবি করেছিলেন। হায়দরাবাদের এআইজি হাসপাতাল রিপোর্টে জানিয়েছে, সার্স-কোভ-২ প্রতিরোধে করোনা আক্রান্তদের ক্ষেত্রে একটি ডোজই যথেষ্ট।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, লক্ষ্য ছিল ভ্যাকসিনের কার্যকারিতা জানা। সেইমতো ১৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিন নিয়েছেন এমন ২৬০ জন স্বাস্থ্যকর্মীকে নিয়ে গবেষণা চালায় এআইজি হাসপাতাল। সকলেই অক্সফোর্ড-সেরামে ইন্সটিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন। সেখানেই দু’টি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
১) ভ্যাকসিনের ২ টি ডোজ নেওয়া কিন্তু একবারও আক্রান্ত না হওয়া ব্যক্তির তুলনায় একটি ডোজ নেওয়া করোনা আক্রান্তদের শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি হচ্ছে।
২) করোনা সংক্রমিতদের ভ্যাকসিনের একটি ডোজ নেওয়ার পর অনেক বেশি টি-সেল তৈরি হচ্ছে। যা ২ টি ডোজ নেওয়া সুস্থ ব্যক্তির থেকে অনেক বেশি।
আরও পড়ুন-করোনা টিকাকরণের কাজ সহজ করতে নতুন অ্যাপ আনল রাজ্য সরকার
এমনটাই জানিয়েছেন, হায়দরাবাদের এআইজি হাসপাতালের চেয়ারম্যান তথা অন্যতম গবেষক ডাঃ নাগেশ্বর রেড্ডি। হাসপাতালের এই গবেষণা রিপোর্টটি পিয়ার রিভিউড ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ইনফেক্টিয়াস ডিজিস’ পত্রিকায় প্রকাশ পেয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যাও। যদিও এখন অনেকটাই কমেছে সংক্রমণের সংখ্যা। কিন্তু কমছে না মৃতের সংখ্যা।











































































































































