মঙ্গলবার বিশ্বকাপ এবং এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের ( Afghanistan)সঙ্গে ড্র করল ভারতীয় দল(india)। ম্যাচের ফলাফল ১-১। এই ড্র এর ফলে এশিয়ান কাপ যোগ্যতা অর্জনে তৃতীয় পর্বে পৌঁছাল সুনীল ছেত্রীর দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে শুরু করে ভারত। একের পর এক আক্রমনে ঝাপায় সুনীল ছেত্রী, মনভীর সিংরা। তবে এরই মাঝে খেলায় ফেরে আফগানিস্তান। ম্যাচে একাধিকবার আক্রমনে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁঝ বজায় রাখে সুনীলরা। ম্যাচের ৭৫ মিনিটে আফগানিস্তানের গোলরক্ষক আজিজির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভারত। আশিক কুরুনিয়নের ক্রস ধরতেই পারেননি গোলরক্ষক আজিজি। এরপরই আক্রমণে ঝাপায় আফগানরা। ম্যাচের ৮২ মিনিটে গোল করে আফগানিস্তানের হয়ে সমতা ফেরান হোসেইন জামানি।
আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল












































































































































